অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

Dinkaal india:আগামী লোকসভা নির্বাচনে হিন্দুত্বের প্রশ্নে বাংলায় বিজেপিকে কড়া টক্কর দিতে চলেছে অখিলভারত হিন্দুমহাসভা

Kolkata: মরিচঝাঁপি গণহত্যায় প্রাণ হারানো পরিবারের সদস্যকে লোকসভায় প্রার্থী করবে হিন্দু মহাসভা



আগামী লোকসভা নির্বাচনে মরিচঝাঁপি হত্যাকাণ্ডে প্রাণ হারানো পরিবার গুলির কয়েকজন সদস্যকে প্রার্থী করতে চলেছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভা। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য মরিচঝাঁপিতে যে ভাবে দরিদ্র দলিত নবসুদ্র বুভুক্ষু দিন আনা দিন খাওয়া পূর্ববঙ্গীয় হিন্দুদের নৃশংস ভাবে গণহত্যা করেছে সিপিএমের হার্মাদরা সেই ইতিহাসকে ভারতের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গণহত্যায় প্রাণ হারানো পরিবার গুলির কয়েকজন সদস্যকে আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী করতে চলেছেন তাঁরা। সিপিএম মেহনতি মানুষের কথা বললেও আসলে তারা মুসলিম মৌলবাদকে আড়াল করার জন্য পূর্ববঙ্গীয় হিন্দুদের গণহত্যাকে শ্রেণী সংগ্রাম বলে চালাতে চেয়েছে । কিন্তু যেহেতু মরিচঝাঁপির মানুষগুলো খুব অসহায় এবং দণ্ডকারণ্য থেকে ফিরে উদ্বাস্তুরা বাংলায় আশ্রয় নিলে তাদের বাংলাদেশে বুর্জোয়াদের বিরুদ্ধে শ্রেণী সংগ্রামের মেকি তত্ত্বের হাটে হাঁড়ি ভেঙে যাবে তাই ওই অসহায় মানুষদের নৃশংস ভাবে খুন করা হয়েছে । কিন্তু মরিচঝাঁপি নিয়ে রাজনীতি করার পেটেন্ট একমাত্র বিজেপি নিয়ে রাখেনি । মরিচঝাঁপির ঘটনা যখন ঘটেছে তখন বিজেপির জন্মও হয়নি । তাই হিন্দুমহাসভা রাজনৈতিক দলই হলো প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী মানুষগুলোর জন্য প্রকৃত বিকল্প রাজনৈতিক প্রতিষ্ঠান । মরিচঝাঁপি গণহত্যা স্মৃতিরক্ষা কমিটির আহ্বানে বারাসাতের নেতাজী সুভাষ ইনস্টিটিউশন হলে গণসম্মেলনে প্রধান অতিথি হওয়া সত্বেও চন্দ্রচূড় বাবুকে দেখে রাজ্য বিজেপি নেতৃত্বের মঞ্চ ছেড়ে উঠে আসা এবং দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা ও ঝামেলা প্রমাণ করলো আগামী লোকসভা নির্বাচনে হিন্দুত্বের প্রশ্নে বাংলায় বিজেপিকে কড়া টক্কর দিতে চলেছে অখিলভারত হিন্দুমহাসভা

Dinkaal india নদিয়া জেলা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের (বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষা কেন্দ্র সমূহের) ৩৯ তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024

 Ranaghat:নদিয়া জেলা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের (বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষা কেন্দ্র সমূহের) ৩৯ তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 অনুষ্টিত হলো রানাঘাট ১নম্বর চক্রের ব্যবস্থাপনায় রানাঘাট নাসরা উচ্চতর বিদ্যালয় মাঠে । 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশ্বরূপ দে প্রাক্তন আধিকারিক সি,এ, বি , রানাঘাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি, জেলা পরিষদের বর্ণালী দে রানাঘাট পৌরসভার পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায় , উপপৌরপতি আনন্দ দে, নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সচিব সুকুমার পসারী সহ বিশিষ্ট ব্যক্তিগণ ও প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বতন ব্যাক্তিগণ সহ বিশিষ্ট জন।510 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগী এখানে সফল প্রতিযোগী রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহন করবে বহরমপুরে। অনুষ্ঠানটি সফল করতে সঞ্জীব রায় সহ শিক্ষক শিক্ষিকাগণের ভূমিকা উল্লেখযোগ্য

সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

Dinkaal india : রানাঘাট মিল পড়া মা তারা ক্লাব ময়দানে রশিদ খান স্মরণে মিউজিকের ছন্দে অঙ্কন প্রতিযোগিতা

 Ranaghat: প্রয়াত উস্তাদ রশিদ খান স্মরণে মিউজিকের ছন্দে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রানাঘাট মিল পড়া মা তারা ক্লাব ময়দানে। 



প্রায় 500 এর অধিক প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অভিনব এমন অঙ্কন প্রতিযোগিতা নদিয়া জেলায় প্রথম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার উপপৌরপতি আনন্দ দে সহ কাউন্সিলরবৃন্দ

রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

Dinkaal india: যাত্রীদের সুবিধার্থে মাতৃভূমি লেডিস' স্পেশাল ট্রেনে দুটি প্রথম শ্রেণীর স্পেশাল কোচ উদ্বোধন করলেন সংসদ জগন্নাথ সরকার



Ranaghat:আজ রানাঘাট শিয়ালদহ 'মাতৃভূমি লেডিস' স্পেশাল ট্রেনে আজ থেকে দুটি প্রথম শ্রেণীর স্পেশাল কোচ যাত্রীদের সুবিধার্থে যুক্ত করা হলো আজ তারই উদ্বোধনে রানাঘাট স্টেশনে উপস্থিত জগন্নাথ সরকার 


শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

Dinkaal india:রানাঘাট বিজেপি জেলা কার্যালয়ে 'গ্রাম চলো' অভিযান

Ranaghat:আজ রানাঘাট জেলা কার্যালয়ে 'গ্রাম চলো' অভিযান নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত  বিজেপি সংসদ জগন্নাথ সরকার





#75thRepublicDay Dinkaal india: রানাঘাট সাস্থ্যউন্নতি ময়দানে পালিত হলো ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

Ranaghat: প্রজাতন্ত্রদিবস উপলক্ষে রানাঘাট সাস্থ্যউন্নতি ময়দানে  কুচকাওয়াজ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক সহ    প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা

ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন 






শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

Dinkaal india:রানাঘাটে শুরু হলো সর্বপ্রথম 13 তম ইস্ট জোন সফট বল প্রতিযোগিতা ফাইনাল ২৮শে জানুয়ারি

Nadia:রানাঘাটে এই সর্বপ্রথম 13 তম ইস্ট জোন সফট বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রানাঘাট ফ্রেন্ডস ক্লাব মাঠে। এশীয়ান গেমস ও অলিম্পিক গেমস এ খেলা হয়। 


পশ্চিমবাংলায় এই খেলার প্রচার তেমন নেই। এই বেসবল প্রতিযোগিতা ঘিরে রানাঘাটবাসীর উৎসাহ দেখা যাচ্ছে। এই প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ দুটি বিভাগে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ, মনিপুর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আজ 26 তারিখ থেকে 28 তারিখ অবধি এই প্রতিযোগিতা চলবে।28 তারিখ ফাইনাল অনুষ্টিত হবে

Dinkaal india:মাঝের গ্রাম হাই স্কুলে প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে উপস্থিত সাংসদ জগন্নাথ সরকার

Santipur:প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নদিয়ার মাঝের গ্রাম হাই স্কুলে প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে উপস্থিত সাংসদ জগন্নাথ সরকার 


Dinkaal india:হিন্দু মহাসভার সরস্বতী পূজার অভিনব থিম "প্রেমেও আছি, রাজনীতিতেও আছি"

Kolkata:রুবি হাসপাতাল মোড়ের অন্যতম বিখ্যাত দুর্গা পূজার পর এবার সরস্বতী পূজারও আয়োজন করতে চলেছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভা । 



তবে সরস্বতী পূজাটি হতে চলেছে কলকাতার টালিগঞ্জ অঞ্চলে আর এই সরস্বতী পূজাতেও থাকছে ভরপুর চমক । প্রসঙ্গত উল্লেখ্য এবারের সরস্বতী পূজার দিন পড়েছে ১৪ই ফেব্রুয়ারী বা বিশ্ব ভালোবাসার দিবসে । আবার এই বছর অনুষ্ঠিত হতে চলা লোকসভা নির্বাচনে প্রায় পঁচাত্তর বছর পর দলগত ভাবে অংশগ্রহণ করতে চলেছে হিন্দুমহাসভা । তাই এই দুইটি বিষয়কে এক বিন্দুতে এনে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে হিন্দুমহাসভার অভিনব সরস্বতী পূজার থিম "প্রেমেও আছি, রাজনীতিতেও আছি ।" বিশেষজ্ঞ মহলের অনুমান মূলত তরুণ প্রজন্মকে কাছে টানতে এবং বার্তা দিতেই এই রকম অভিনব ও সাহসী বিষয়কে সরস্বতী পূজার থিম হিসেবে চয়ন করেছে হিন্দুমহাসভা । চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য প্রেম ভালোবাসা বিষয়টি শুধুমাত্র একমুখী অর্থ বহন করেনা, প্রেম এই দুই অক্ষরের শব্দটির গভীরতা অনেক । আজ পৃথিবীতে এত হিংসা, বিদ্বেষ, ঘৃনা এবং জিঘাংসা বেড়ে গেছে তার প্রকৃত উপসম বা সমাধান হতে পারে একমাত্র প্রেম ভালোবাসা ও পারস্পরিক সম্মান । নারী পুরুষের প্রেম ভালোবাসা বা বিবাহের ক্ষেত্রেও জাতি,ধর্ম,বর্ণ আর্থিক অবস্থা এমনকি লোকমুখে বহুল প্রচলিত লাভ জিহাদ, ঘরওয়াপসি ইত্যাদি কিছু ঘৃণ্য ধর্মীয় মৌলবাদ কখনো আসা উচিৎ নয় । এর পাশাপাশি এই সরস্বতী পূজার থিমের আরেকটি অংশ হচ্ছে রাজনীতি । এখানেও হিন্দু মহাসভার স্পষ্ট বক্তব্য একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি যার ১৮ বছর বয়সে ভোটাধিকার হয়ে যায় তাদের দেশ ও দশের ভালোর জন্য অবশ্যই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার চেষ্টা করা উচিৎ । চন্দ্রচূড় বাবু আরো বলেন নতুন প্রজন্ম বা তরুণ ভোটারদের অবশ্যই মন দিয়ে লেখাপড়া করার পাশাপাশি বেশি করে ভোট দেওয়া এবং রাজনীতি করা উচিৎ । একজন সৎ, নির্ভীক এবং নিরপেক্ষ রাজনীতিবিদই পারে দেশের শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্ত ক্ষেত্রে সমস্যার সমাধান করতে এবং রাজনৈতিক দল ও ব্যক্তিত্বদের মধ্যে রাজনৈতিক সৌজন্য ফিরিয়ে আনতে । আসন্ন ১৪ই ফেব্রুয়ারী অখিলভারত হিন্দুমহাসভার সরস্বতী পূজা যে তাদের রুবি হাসপাতাল মোড়ের দুর্গাপূজার মতোই আকর্ষণীয় ও জনপ্রিয় হতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ।

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

Dinkaal india:সাধারণ মানুষের সুবিধার্থে গোবিন্দপুর রেলগেটের সংস্কার পরিদর্শনে সাংসদ জগন্নাথ

Nadia:আজ সাধারণ মানুষের সুবিধার্থে গোবিন্দপুর রেলগেটের সংস্কার পরিদর্শনে সাংসদ জগন্নাথ সরকার কি জনালেন   

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন 



Dinkaal india:গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক, পরিবারে শোকের ছায়া

 


দক্ষিণ দিনাজপুর: বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের শোয়ার ঘরে গলায় গামছার ফাস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত বোড়ডাঙ্গীতে।



 জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুদীপ মন্ডল (২৫), বাবা শ্যামল মন্ডল। সূত্রের খবর, মৃত যুবক গঙ্গারামপুরের প্রাণসাগর এলাকায় একটি ইলেকট্রিক অফিসে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করত। তার বাবা শ্যামল মন্ডল স্থানীয় একটি মিলে কর্মরত। বাড়িতে বাবা ও ছেলে থাকতেন বলে জানা গিয়েছে। বুধবার বিকেলে বাড়িতেই সুদীপ ছিল বলে সূত্রের খবর। বিকেলে স্থানীয় এক প্রতিবেশী তাকে ডাকতে গেলে ঘরের মধ্যেই গলায় গামছায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই সুদীপকে। এরপর ঐ প্রতিবেশী চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এসে তাকে তড়িঘড়ি উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ঠিক কি কারনে সে আত্মঘাতী হল তা নিয়ে ধন্দে রয়েছে পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে ওই পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Dinkaalindia:*রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভায় নমো নব মতদাতা সম্মেলনে উপস্থিত বিজেপি সংসদ জগন্নাথ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ

 Dinkaalindia:*রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভায় নমো নব  মতদাতা সম্মেলনে উপস্থিত বিজেপি সংসদ জগন্নাথ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ 





Dinkaal India:কনকনে শীতের পারদ নামতেই নলেন গুড়ে মজেছে আপামর বাঙালি


দক্ষিণ দিনাজপুরঃ বাঙালি বড্ড বেশি ভোজনরসিক। জামাইষষ্ঠীর পর আষাঢ়ের বৃষ্টি শুরু হতেই বাঙালি ছোটে মাছের বাজারে ইলিশের খোঁজে। শারদ উৎসবের শুরু হতেই হেঁসেলে গিন্নি খোঁজেন শীতের সব্জি। ঠিক সেই সময় বিজয়ার নাড়ু নিয়ে ব্যস্ত থাকেন ঠাকুমা দিদিমারা। আর এরপর শারদ উৎসব পেরোলেই শীতের আমেজ। নতুন ধান ঘরে ওঠার পালা।



 এবার বাঙালির সন্ধানে আসে খেজুরের রস ও খেজুর গুড়। নভেম্বর মাসের মধ্যে হালকা শীতের আমেজ অনুভূত হয়। ধীরে ধীরে শীত জাঁকিয়ে পড়তে থাকে। মাঝে মাঝে আকাশ মেঘলা থাকায় শীতের কনকনে ভাব হাড়ে হাড়ে টের পায় মানুষজন। আর এরপর জানুয়ারি মাসে হাড় কাঁপানো ঠান্ডা সেইসময় আপামর বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির অনুষ্ঠান। সেই পিঠে-পুলি তৈরিতে চাই নলেন গুড়। কথা বলছি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বরভিটা গ্রামের সুরেশ সরকার খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জাল দিয়ে নলেন গুড় তৈরি করেন। প্রতি বছরই খেজুর গাছ থেকে রস বের করে নলেন গুড় তৈরি করেন বছর ৫০-এর সুরেশ বাবু। 


তিনি প্রায় ৮ বছর ধরে এই কাজ করে আসছেন।সুরেশবাবু জানান, প্রতি বছর ১৪ থেকে ১৫ টি খেজুর গাছ কিনে নিতে হয়। সেই গাছ থেকে রস নেবার পর কমপক্ষে সাতদিন বিশ্রাম দিতে হয়, একে বলে শুকি। এই শুকি না দিলে খেজুর রসের স্বাদ থাকবে না ফলে নলেন গুড়ের স্বাদও কমে যাবে। সুরেশবাবুর এই গুড় তৈরির কাজে হাত লাগান তাঁর দুই ছেলে উত্তম ও শুভ।এই নলেন গুড়কে বাজারজাত করার জন্য তিনি সরাইহাট, হরিরামপুর হাট, পাতিরাজ হাট সহ এলাকার বিভিন্ন হাটে এই নলেন গুড় ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করেন। তিনি বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া কিন্তু গুড়ের দাম সেভাবে পাওয়া যায় না। তবে গত দু'বছর ধরে চলতে থাকা করোনা মহামারীর জেরে ব্যবসায় অনেকটা মন্দা থাকার ফলে লক্ষীর ভাঁড়ে টান পড়েছিল ব্যবসায়ীদের। তবে বর্তমানে পরিস্থিতি অনেক স্বাভাবিক আর তাই এই শীতের সময় ফের নলেন গুড়ের ব্যবসায় লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। জেলার এলাকাবাসী বিমান হালদার, জানান সুরেশবাবুর তৈরি নলেন গুড়ের একটা নাম আছে এলাকায়। যার জন্য আশপাশের এলাকা থেকে মানুষজন চলে আসেন সুরেশবাবুর বাড়ি গুড় কিনতে। তবে গত দু’দিন ধরে চলতে থাকা উত্তুরে ঠান্ডা কনকনে হাওয়া উত্তরবঙ্গ জুড়ে জাঁকিয়ে ঠান্ডার থাবা ফেলেছে তার রেশ পাওয়া যাচ্ছে হাড়ে হাড়ে। আমরা তার সাথে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীরা ঐ হাড় হিম করা ঠান্ডায় কাঁপছি। কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে জবুথবু হয়ে লেপের তলায় আশ্রয় নিয়েছে আবালবৃদ্ধবনিতা তা বলাই বাহুল্য।

সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

Dinkaalindia:পাঁচশো বছর পর নিজ গৃহে ফিরলেন শ্রীরাম সারা দেশ জুড়ে রাম ভক্তদের বাঁধ ভাঙা উল্লাস

 নাদিয়া:পাঁচশো বছর পর নিজ গৃহে ফিরলেন শ্রীরাম সারা দেশ জুড়ে রাম ভক্তদের বাঁধ ভাঙা উল্লাস 

আজ সকাল থেকে রাম মন্দির উদ্ভোধন ঘিরে নাদিয়া জেলার বিজেপী সাংসদ জগন্নাথ সরকার নিজ এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন,এই অনুষ্ঠান নিয়ে জনসাধারণের উদ্যসে কি বললেন?
নিচের ভিডিও টি দেখুন

Fire-Boltt Ninja Call Pro Plus 1.83" Smart Watch with Bluetooth Calling, AI Voice Assistance, 100 Sports Modes IP67 Rating, 240 * 280 Pixel High Resolution

 

About this item

  • 【1.83" HD Display Smart Watch】- The 46.48mm (1.83-inch) HD display makes the display clear and true-to-life, with vivid colours ensuring smooth readability and keeping the watch as exquisite to look at as when you first lay your eyes on it. The watch has a 280 NITS Peak Brightness
  • This fashion smart watch will work on a single charge for about 8 days (without Bluetooth calling) and about 5 Days with Bluetooth calling.
  • Charging Specs - The watch needs to be charged for 2 hours to reach 100%. The charger should be a 3.7V to 5V adapter or any laptop output. For a bare minimum of 20% charge the watch needs to be charged for about 30-40 mins
  • You cannot store Music in the watch, you can only control the music. 【AI Voice Assistant】- With built-in Voice assistant, you can simply speak to the smartwatch & get things done on your command
  • There is no volume control, however when connected to bt calling you can control the volume of the call. 【Bluetooth Calling Watch】- Fire-Boltt Ninja Call Pro Plus Smartwatch enables you to make and receive calls directly from your watch via the built-in speaker and microphone.
  • Supported Applications - Notifcations from all social media channels (Instagram, Whatsapp, Facebook), Call Notifications, Health Tracking (SpO2, Heart Rate, Sleep), Sports Tracking & many more
  • 【100 Sport Modes】- Track every trek you take or every football, cricket kabaddi match you play. With over 100 sports modes Fire-Boltt Ninja Call Pro Plus has you covered


Dinkaal India:প্রাক্তন ফুটবলার কৃষ্ণ মিত্রকে আজীবন ফুটবলার স্বীকৃতি দিলো রানাঘাট স্পোর্টস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন


 নদিয়া: জাতীয় ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলার রানাঘাটের বাসিন্দা ও স্বনামধন্য ফুটবলার কৃষ্ণ মিত্রের আজীবন ফুটবলার হিসাবে সংবর্ধনা সভা অনুষ্ঠান অনুষ্টিত হলো রানাঘাট স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে।



পরিচালনায় ডেটারেন্স ক্লাব অফ রানাঘাট এবংরানাঘাট স্পোর্টস ওয়েলফেয়ার  এ্যাসোসিয়েশন।  রবিবার বিকেলে স্পোর্টিং ক্লাব তথা নদিয়া জেলা ও কলকাতার বিশিষ্ট ফুটবল ক্রীড়াবিদ শ্রী কৃষ্ণ মিত্র কে আজীবন ফুটবলার হিসাবে স্বীকৃতি ও সংবর্ধনা দেওয়া  হয়। ফুটবল মাঠে  কৃষ্ণ মিত্র  নাম সর্বজন বিধিত ও সর্বজন গ্রাহ্য । কৃষ্ণ মিত্র কে ফুটবল জীবনে তার এই অবদানের অন্য আজীবন ফুটবলার হিসাবে স্বীকৃতি দেওয়ার অন্য এক সংবধনা সভার আয়োজন । উপস্থিতি ছিলেন দিকপাল ফুটবলার জহর দাস সহ বিশিষ্ট জন রানাঘাট তথা নদীয়া জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদরা । উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর সিংহ,রানাঘাটের পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপপৌরপতি আনন্দ দে সহ কাউন্সিলরবৃন্দ।

রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

Dinkaal India:নদিয়া জেলার এক স্কুল শিক্ষকের বনসাই প্রেম/Bonsai love of a school teacher in Nadia district

নদিয়া জেলার এক স্কুল শিক্ষকের বনসাই প্রেম

Dinkaal India: রানাঘাটে বিজেপির একশো চল্লিশ কোটি এক সপ্ন বিকশিত ভারত অনুষ্ঠান

রানাঘাট দক্ষিণ ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলার বিশেষ সংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো,সভায় উপস্থিত ছিলেন জগন্নাথ সরকার ,বঙ্কিম ঘোষ ,অম্বিকা মহা পাত্র ,পার্থ চ্যাটার্জী সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ

Dinkaal India: শীতের মরশুমে গাঁদা ফুলের চাঁষ করে যথার্থ লাভের মুখ দেখছেন চাষীরা

দক্ষিণ দিনাজপুর:শীতের মরশুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন চাষীরা
বাংলাদেশ সীমান্তবর্তী লাগোয়া জেলা দক্ষিণ দিনাজপুর। বরাবরই দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকরা মূলত ধান, পাট, গম ও সরষে চাষ করে থাকেন। আর তাই কৃষি প্রধান জেলা হিসাবেই পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলা। প্রায় এক বছর ধরে গাঁদা ফুলের চাষ করেও লাভের মুখ দেখছেন জেলার বিভিন্ন প্রান্তের ও জেলার বিভিন্ন ব্লকের চাষীরা। দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকরা আগে মূলত, ধান, পাট, গম ও সরষে চাষ করতেন।
দিন দিন এই সব ফসলের দাম কমায় ও কৃষির খরচ বাড়ায় অন্য চাষের চিন্তাভাবনা করছিলেন এলাকার কৃষকরা। অবশেষে কয়েক বছর আগে এলাকার বেশ কয়েকজন কৃষক গাঁদা ফুল চাষ করার সিদ্ধান্ত নেন। প্রথমে অল্প জমিতে তাঁরা শুরু করেন এই চাষ। নদিয়ার রাণাঘাট থেকে গাঁদা ফুলের চারা নিয়ে আসেন এখানকার কৃষকরা। আশ্বিন মাসে জমি তৈরি করে চারা বোনা হয়। সব মিলিয়ে খুব বেশি হলে এক বিঘা জমিতে ১৩ হাজার টাকা খরচ হয়। ভাল ফলন হলে ফুল বিক্রি হয় দ্বিগুণ দামে। এতে লাভের হার অনেকটাই বেশি হয় ধান, গম, পাট বা ভুট্টা চাষের থেকে।
আর শীতকালে নানান অনুষ্ঠানে গাঁদা ফুলের চাহিদাও বেশি থাকে। চলতে থাকা করোনা মহামারীর ফলে ব্যবসায় প্রভাব পড়লেও এখন তারা যথেষ্ট সাবলম্বী ও যে কারণে শীতের মৌসুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে লক্ষ্মীর ভার পূর্ণ হচ্ছে চাষীদের। জেলার কুমারগঞ্জ ব্লকের গাঁদা ফুলের এক চাষী বিষ্ণুপদ সরকার জানান, তাঁর সামান্য কিছু জমি ছিল। সেই জমি ও অন্যের থেকে জমি লিজ় নিয়ে তাতে গাঁদা লাগিয়েছেন। ২৫ পয়সা দরে চারা এনে জমিতে লাগান। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকে তিনি বাজারে ফুল বিক্রি শুরু করেন। এক বিঘা জমিতে চাষ করতে ১২-১৩ হাজার টাকা খরচ হয়েছে। এই টাকা এক মাসেই উঠে এসেছে বলে জানান বিষ্ণুপদবাবু। তিনি আরও জানান, তাঁকে দেখে এলাকার আরও কৃষক গাঁদা ফুল চাষে এগিয়ে আসেন। জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানান হয়েছে, বিকল্প চাষের জন্য নানা সরকারি প্রকল্প রয়েছে। এতে খুব কম খরচে চাষ করতে পারবেন কৃষকরা। বলাই বাহুল্য, গাঁদা ফুলের চাঁষ করে যথার্থ লাভের মুখ দেখছেন চাষীরা

Dinkaal India :নৈহাটিতে ছাত্র পরিষদের পথসভায় কংগ্রেস কর্মীদের উপর আক্রমন নৈহাটী পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জীর দেখুন সেই ভিডিও

Koustav Bagchi: নৈহাটি স্টেশন সংলগ্ন এলাকায় ব্যারাকপুর মহাকুমা ছাত্র পরিষদের একটি পথসভায় নৈহাটি পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের উপর আক্রমণ করলেন নৈহাটী পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জী
এই ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী আক্রমণের তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানালেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী।

শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

Dinkaal india: আমি কি অপরাধ কোরছি সাঁই তোমার দরবারে/Ghulam Fakir NEW Song Ami ki aporadh korchi sai tomar darbare HD

Dinkaal india: আমি কি অপরাধ কোরছি সাঁই তোমার দরবারে/Ghulam Fakir NEW Song Ami ki aporadh korchi sai tomar darbare HD

ভগবান শ্রী রাম চন্দ্রের মন্দির প্রতিষ্ঠার আগে তাঁর পরম ভক্ত দের সঙ্গে সময় কাটালেন বিজেপি পশ্চিমবঙ্গ নমামি গঙ্গের সহ-আহ্বায়ক নারায়ণ চ্যাটার্জি

dinkaalindia
ভগবান শ্রী রাম চন্দ্রের মন্দির প্রতিষ্ঠার আগে তাঁর পরম ভক্তদের সঙ্গে সময় কাটালেন বিজেপি পশ্চিমবঙ্গ নমামি গঙ্গের সহ-আহ্বায়ক নারায়ণ চ্যাটার্জি

হিন্দুমহাসভা সীতারাম মন্দিরের থিম সঙ্গীতের প্রথম ডিভিডি উপহার দেওয়া হলো উস্তাদ রশিদ খানের পরিবারকে

অখিলভারত হিন্দুমহাসভা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে সীতারাম মন্দির স্থাপন করার যে কর্মসূচী নিয়েছে সেই ঐতিহাসিক কর্মসূচীর থিম সঙ্গীত হিসেবে "রঘুপতি রাঘব রাজা রাম" গানটিকে নির্বাচন করলো হিন্দুমহাসভা ।
তবে প্রসঙ্গত উল্লেখ্য হিন্দু মহাসভা মূল গানটির কথা বা শব্দমালা অর্থাৎ শ্রী লক্ষণ আচার্য্য বা মতান্তরে রাম সাধক তুলসিদাস প্রকৃতপক্ষে যে গানটি লিখেছেন সেই শব্দমালা অপরিবর্তিত রাখছে । হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় বাবুর বক্তব্য সনাতনী ভারতবর্ষ তখন থেকেই সর্বধর্ম সমন্বয়ের কথা বলে আসছে যখন পৃথিবীতে অন্য কোনো মজহবের সৃষ্টি হয়নি ।
আমরা বরাবর বিশ্বাস করে এসেছি "বসুধৈব কুটম্বকম"। সেটা প্রমাণ করার জন্য রামধুনের শব্দমালা পরিবর্তন করা অর্থহীন । তাই তাঁরা মূল গানটির শব্দচয়ন অপরিবর্তিত রাখছেন । হিন্দু মহাসভার থিমসংটি গাইলেন এবং কোঅর্ডিনেট করলেন স্বয়ং রাজ্যসভাপতি চন্দ্রচূড় গোস্বামী, রাজ্য কমিটি সদস্যা অনামিকা দে এবং দেবশ্রী কাঞ্জিলাল । এছাড়াও গানটিতে হিন্দু মহাসভার শিল্পী হিসেবে গাইলেন সুপর্ণ ভৌমিক, পারমিতা রায়, রঞ্জিতা মুখার্জী, দেবস্মিত ঘোষ, সুকৃতা করণ, রাহুল বোস, আর্শিয়া আদিত্য এবং তৃষা মাইতি । সম্পূর্ণ থিমসংটি রেকর্ড করা হয় টালিগঞ্জের ম্যাজিক স্টুডিওতে মিউজিক অ্যারেঞ্জর ম্যাক-মল্লারের তত্ত্বাবধানে । অখিলভারত হিন্দুমহাসভা তাদের থিম সঙ্গীত রিলিজ হওয়ার পর প্রথম ডিভিডিটি সদ্য প্রয়াত বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১সে জানুয়ারী তারিখে শিল্পীর পরিবারের হাতে তুলে দিতে চলেছে । হিন্দু মহাসভার প্রতিনিধি মন্ডল ২১সে জানুয়ারী সকালে থিম সঙ্গীতের র ফাইলের ডিভিডি, মিষ্টি ও পুষ্পার্ঘ্য নিয়ে উস্তাদ রশিদ খানের বাড়িতে তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, পরিবারের সদস্যদের সাথে দেখা করে সীতারাম মন্দির স্থাপনের উদ্দেশ্যে সংকল্প পূজার আয়োজন করতে রওনা দিতে চলেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে । স্থান : সদ্যপ্রয়াত বিশিষ্ঠ সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খানের বাড়ি

নতুন নম্বর থেকে WhatsApp-এ আসছে স্প্যাম কল কি ভাবে মুক্তি পাবেন?

WhatsApp স্প্যামকলগুলি বর্তমানে এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বেশিরভাগ ব্যবহারকারীই এখন এই সম্পর্কে অবগত।মোবাইল ইউসার অনেকেই সময়ে অসময়ে স্প্যাম কল বা রোবটিক স্ক্যামারদের অবাঞ্ছিত কলে ভীষণ বিরক্ত হয়ে পড়ছেন ।এবার আর চিন্তা করতে হবে না। কারণ, এখন থেকে এই ধরনের সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। বিষয়টি অবিশ্বাস্য হলেও পুরোপুরি সত্যি। আজ জানাবো আমরা কিভাবে WhatsApp স্প্যাম কল এড়ানো যায় বেশ কয়েকটি প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হলো । WhatsApp - স্প্যাম কল কি ভাবে বন্ধ করবেন ?
1 প্রথমে সেটিংসে যান , তারপর সেখান থেকে “প্রাইভেসি” অপশনে ক্লিক করুন।
2 এবার প্রোফাইলের ছবি সকলকে না দেখানোর জন্য “everyone ” অপশনটি সরিয়ে কেবলমাত্র “My contact ” অপশনটি বেছে নিন।
3 Last seen এবং অনলাইন শো অপশনগুলি নিয়ন্ত্রণ করুন। সবার সাথে অনলাইন স্ট্যাটাস শেয়ার করবেন না। শুধুমাত্র পরিচিত মানুষের সাথে নিজের স্ট্যাটাস শেয়ার করুন। 4 সর্বদা সন্দেহজনক এবং বড় গ্রুপে যোগদান করা এড়িয়ে চলুন। কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার আগে নিশ্চিত করবেন যে সেই গ্রুপটি বিশ্বস্ত কিনা। 5 অনলাইনে বা পাবলিক প্ল্যাটফর্মে নিজের ফোন নম্বর শেয়ার করার সময় সতর্ক থাকুন। 6 অচেনা ফোন নম্বর থেকে আসা মেসেজগুলির উত্তর দেবেন না, বিশেষ করে যদি সেই মেসেজে ব্যক্তিগত তথ্য এবং অর্থের জন্য সংবেদনশীল তথ্য জানতে চাওয়া হয়। 7 সন্দেহজনক নম্বর রিপোর্ট করুন এবং অবিলম্বে তাদের ব্লক করুন

যশোদা হালদার মেমোরিয়াল ফুটবল ট্রফি সিঁথি সংহতি উৎসব/Yashoda Halder Memorial Football Trophy 2024

ফুটবলের রাজপুত্ররের গাওয়া গানের ভিডিও ভাইরাল / Maradona singing song

দিয়েগো মারাদোনা গাওয়া গানের ভাইরাল ভিডিও/Viral video of Diego Maradona singing song

শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

শীত বাড়তেই গরম পোশাকের দোকান উপচে ভিড়

শীত বাড়তেই গরম পোশাকের দোকান উপচে ভিড়
জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: গত কয়দিন ধরে চলতে থাকা ঠান্ডা হিমেল হাওয়ার জন্য পারদ নামল শীতের। আর তাতেই কাপড়ের দোকানগুলিতে শীত থেকে বাঁচার জন্য ক্রেতাদের গরম পোশাক কেনার ভিড় উপচে পড়ছে ক্রমাগত। গত রবিবার বিকেল থেকে শুরু হওয়া হিমেল হাওয়ার জেরে ঠান্ডার পারদ ক্রমে নামতে থাকে। এক লাফে তাপমাত্রা নেমে দাঁড়ায় ৯-১১ ডিগ্রিতে। হাওয়া অফিস জানায়, রবিবার ছিল শীতলতম দিন। সেই কারণে শীতের চরম দাপট থেকে বাঁচার জন্য জেলা জুড়ে ছোট-বড়ো বিভিন্ন কাপড়ের দোকানগুলিতে গরম পোশাক কেনার ভিড় জমাচ্ছেন আবালবৃদ্ধবনিতা। এদিন আবালবৃদ্ধবনিতা যথাযথভাবে পাল্লা দিয়ে দামি থেকে শুরু করে কম দামি অবধি শীতের শাল, চাদর, পশমের জ্যাকেট, সোয়েটার, মাফলার, ঠান্ডা থেকে বাঁচার জন্য মাঙ্কি টুপি থেকে শুরু করে সমস্ত কিছু কিনতে ব্যস্ত হয়ে উঠেছেন। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সাথে আরও ঠান্ডা পড়ে এবারের শীত সবচেয়ে বেশি রেকর্ড করতে পারে। আর সেই খবর জানতে পেরেই সবাই গতানুগতিকভাবে দোকানগুলিতে ভিড় করছেন।এদিকে গরম পোশাক বিক্রি করতে হিমশিম খাচ্ছেন দোকান মালিক থেকে শুরু করে কর্মচারীরা। কেউ বলছেন কয়দিন ধরে হিমেল হাওয়াতে যে ঠান্ডা পড়তে শুরু করেছে তাতেই গরম পোশাকের বিক্রি বেশ জমে উঠেছে। আবার অনেকেই শুধু বসে বসে দোকানের মাছি তাড়াচ্ছেন দোকানের। তবে যে যাই বলুক শীতের আমেজে বেশ চনমনে আবালবৃদ্ধবনিতা, তাদের গরম পোশাক কেনার উত্তেজনা দেখেই তা ঠাহর করা যাচ্ছে। পাশাপাশি যে দোকানগুলিতে পোশাক বিক্রি হচ্ছে সেগুলো সঠিক দাম থাকায় মানুষ যথাযথভাবে সঠিক দাম দিয়ে তা কিনতে পারছেন। অন্যদিকে, আরও কয়েকজন দোকানদার জানান, তাদের দোকানে ছোট থেকে বড়ো সবার জন্যই বিভিন্ন দামের গরম পোশাক রয়েছে ২০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত গরম পোশাক রয়েছে। পোশাকের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কম্বল ও লেপ বিক্রিও। শীত থেকে বাঁচার জন্য ফুটপাতের দোকানগুলোতেও গরম পোশাক কেনার ভিড় যথেষ্ট লক্ষনীয়, কান টুপি-হাত মোজা-সোয়েটার প্রায়ই সবকিছুর বিক্রি চলছে। শীত থেকে বাঁচার জন্য গ্যাটের খরচ করে হাসি মুখে বাজার নিয়ে বাড়ি ফিরছেন সকলে। অবশ্য এ বিক্রির জন্য যে খরিদ্দারদের ঢল নেমেছে তাতে যারপরনাই খুশি দোকান মালিক থেকে শুরু করে ফুটপাতের দোকানদারেরাও।শীতের আমেজকে আগলে নিয়ে পিকনিকে মজেছেন সকলেই। অনেকে বড়দিন শুরু হওয়ার আগেই গাড়ি ভাড়া করে নিয়ে বিভিন্ন জায়গায় পিকনিকের জন্য বেরিয়ে পড়ছেন। স্বভাবতই দেশী থেকে বিদেশী মদের দোকান গুলোতে ভিড় জমে উঠেছে। শীতের গরম পোশাক বিক্রি করে অনেকটাই এবার লাভের মুখ দেখছেন বলে জানান, গঙ্গারামপুরের বিভিন্ন কাপড় ব্যবসায় প্রতিষ্ঠানগুলি। তবে শীতের আমেজকে যে আট থেকে আশি যথেষ্টভাবে স্বাগত জানিয়েছেন তা বলাই বাহুল্য। এদিকে রাস্তার ধারে ভাপা পিঠা বিক্রি থেকে শুরু করে ফাস্টফুডের দোকানগুলোতে গরম খাবার বিক্রি বেড়েছে দ্বিগুণ। মানুষের ভিড় উপচে পড়ছে সেসব দোকানগুলিতে। এক কথায় সব মিলিয়ে শীতকে সাদর স্বাগত জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলাবাসী

রামমন্দির উদ্বোধনের আগে চাকদায় মঠ মন্দির সাফাই অভিযান চালালো বিজেপি কর্মীরা

রামমন্দির উদ্বোধনের আগে চাকদায় মঠ মন্দির সাফাই অভিযান চালালো বিজেপি
Ram Mandir: রামমন্দির উদ্বোধনের বাকি আর ৩দিন, অযোধ্যার পথে হাজার হাজার পুণ্যার্থী ,রাম মন্দির উদ্ভোধনের আগেই শহর চাকদায় বিজেপির
মণ্ডল সভাপতি চঞ্চল কর্মকার, জেলা সেক্রেটারি রাজীব ঘোষ, টাউন সমপাদক রাজু পাত্র ,১৫নাম্বার ওয়ার্ডের সভাপতি সুব্রত দেব,নদীয়া দক্ষিণ জেলার সম্পাদক দেব সরকার এবং বিজেপি কর্মীরা মিলে শহরের বিভিন্ন মন্দির ও রামকৃষ্ণ মঠ সাফাই করলেন

বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার অন্তর্গত আনুলিয়া অঞ্চলের কায়েত পাড়া মোড়ে বিকশিতভারত যাত্রা উপলক্ষে পথসভা


 বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার অন্তর্গত আনুলিয়া অঞ্চলের কায়েত পাড়া মোড়ে বিকশিতভারত যাত্রা উপলক্ষে পথসভা


বাড়ির পাশে পুকুরে ডুবে মৃত্যু এক শিশুর, শোকের ছায়া পরিবার জুড়ে


দক্ষিণ দিনাজপুর: শীতের দুপুরে বাড়ির সকলে ঠান্ডায় জুবুথবু বিশ্রাম নিচ্ছিল সেই সময় সবার অলক্ষে ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হল বছর আড়াইয়ের এক শিশুর। মৃত শিশুর নাম নাবিল মিয়াঁ(২.৫) বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত যাচি এলাকায়। 

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গঙ্গারামপুরের ঐ এলাকায়। জানা গিয়েছে, এদিন দুপুরে খেলার সময় পরিবারের লোকজনের অলক্ষে বাড়ির পাশের পুকুরের জলে পড়ে যায় নাবিল। বেশ কিছু সময় পরেতার পরিবারের লোকজন ঐ শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।


 এরপর বাড়ির পাশের পুকুর থেকে তাকে ভেসে থাকতে দেখে পরিবারের লোকজন। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা নাবিলকে মৃত বলে ঘোষণা করেন। এরপর সোমবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। বাড়ির পাশে পুকুরে ডুবে শিশু মৃত্যুর এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত গঙ্গারামপুর থানার অন্তর্গত যাচি এলাকা সহ ঐ পরিবারের সদস্যরা

শৈত প্রবাহের জেরে পারদ নিম্নমুখী হওয়ায় ঠান্ডায় কাঁপছে দক্ষিণ দিনাজপুর জেলা

 শৈত প্রবাহের জেরে পারদ নিম্নমুখী হওয়ায় ঠান্ডায় কাঁপছে দক্ষিণ দিনাজপুর জেলা   জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: উত্তরবঙ্গ জুড়ে বইছে শৈত্য প্রবাহ প্রভাব পড়ল দক্ষিণ দিনাজপুর জেলাতেও তার জেড়ে হার কাঁপানো ঠান্ডায় জবুথবু জেলাবাসি।

 পারদ নিম্নমুখী আর তার ফলেই প্রচণ্ড ঠান্ডায় কাপছে পুরো জেলা। গতকাল থেকে আজ সকাল অবধি ঘন কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডায় একেবারে ঘরে আটকে মানুষজন। তাপমাত্রা একেবারে নেমে গিয়ে দাড়ায় ১৫ ডিগ্রীতে। প্রচণ্ড ঠান্ডা এবং হিমেল হাওয়ায় রাস্তায় মানুষ একেবারেই নেই বললেই চলে। এত ঠান্ডায় অনেককে রাস্তায় আগুন তাপাতে দেখা যায়। তবে শীতের সকলে ও বিকেলে উপচে পড়া ভীড় দেখতে পাওয়া যায় চায়ের দোকানে। 

ঠান্ডায় রাস্তায় একেবারেই যানবাহন চলাচল শুন্য হয়ে যায়। ঠাণ্ডার কারনে পশুপাখিও একেবারেই তাদের নিজের ঠিকানা ছাড়া বের হয় নি। ঠান্ডায় কাপছে গোটা উত্তরবঙ্গ। আগামী দুদিনে তাপমাত্রা আরো নামবে বলে দাবী আবহাওয়াবিদদের। শীটের পারদ নামছিলনা বলে অনেকেই অনুশোচনায় ভুগছিলেন। গত কয়েকদিন থেকে হাড় হিম করা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে দক্ষিণ দিনাজপুর জেলার আবাল-বৃদ্ধ-বণিতা। উত্তরবঙ্গ সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও চলছে তীব্র শৈত্যপ্রবাহ। যা বাড়তে পারে চলতি সপ্তাহে। ঠান্ডায় বেড়েছে গরম জামাকাপড় বিক্রি। পাশাপাশি বনভোজনের ধুম পড়েছে জেলা জুড়ে। তাপমাত্রা কমে যাওয়ায় বিক্রি বেড়েছে গরম খাবারের। তবে প্রচন্ড শীতের কারণে সুরাপ্রেমীরা মগ্ন সুরাপানে। অন্যদিকে, প্রচন্ড শৈতপ্রবাহের কারণে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ঠান্ডায় কাঁপছে ৮ থেকে ৮০ সকলেই।


রাম মন্দিরের উদ্বোধন ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করল কেন্দ্র

 



আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। দেশ-বিদেশের কয়েক হাজার অতিথির উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন। অযোধ্যা থেকে সরাসরি সেই অনুষ্ঠান টিভি চ্যানেল-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। জনগণের উন্মাদনার কথা বিবেচনা করে এবার বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।রাম মন্দির ট্রাস্ট সূত্রে জানানো হয়েছে, রাম মন্দিরের উদ্বোধন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ১৬ জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে। তবে মূল অনুষ্ঠান হবে আগামী ২২ জানুয়ারি। সেদিন নির্দিষ্ট তিথি মেনে দুপুর সাড়ে ১২টায় বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পুজো-অর্চনা শুরু হবে এবং চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। তাই এই অনুষ্ঠান উদযাপন করতে সেদিন সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানে হাফ ডে ছুটি থাকবে বলে সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।


রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে যোগী আদিত্যনাথের সরকার আগেই অযোধ্যা-সহ গোটা উত্তর প্রদেশে সমস্ত স্কুল, সরকারি অফিসে ছুটি ঘোষণা করেছিল। আবার ইন্ডিয়া বার কাউন্সিলের চেয়ারম্যান মানাান কুমার মিশ্র ২২ জানুয়ারি ছুটি মঞ্জুর করার জন্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়েছেন। যদিও এখনও সেই চিঠির জবাব মেলেনি। তবে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে ২২ জানুয়ারি উত্তর প্রদেশ-সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও মদ কেনা-বেচায় নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। যোগী সরকার সেদিন রাজ্যে মাছ, মাংস ও মদে ও নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

Kande Sudhu Mon Keno MIX New BANGLA BAND LIVE কান্দে শুধু মন কাঁন্দেরে বাংলা ব্যান্ড


 

Ekhono Sei Brindabone Bashi Baje Re/এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে/KAPIL DAS BAUL/কপিল দাস বাউল


 

বেধেছে ইমন এ ঘর লালন গীতি লাইভ বাংলা বাউল বেধেছে ইমন এ ঘোর লালন গীতি লাইভ বাংলা ফোকসঙ্গ


 
READ MORE:-

#gangarampur সাংসদ সুকান্ত মজুমদারের চেষ্টায় ঘরে ফিরলেন দুবাইয়ে আটকে পরা ১৪জন শ্রমিক