Kolkata: মরিচঝাঁপি গণহত্যায় প্রাণ হারানো পরিবারের সদস্যকে লোকসভায় প্রার্থী করবে হিন্দু মহাসভা
আগামী লোকসভা নির্বাচনে মরিচঝাঁপি হত্যাকাণ্ডে প্রাণ হারানো পরিবার গুলির কয়েকজন সদস্যকে প্রার্থী করতে চলেছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভা। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য মরিচঝাঁপিতে যে ভাবে দরিদ্র দলিত নবসুদ্র বুভুক্ষু দিন আনা দিন খাওয়া পূর্ববঙ্গীয় হিন্দুদের নৃশংস ভাবে গণহত্যা করেছে সিপিএমের হার্মাদরা সেই ইতিহাসকে ভারতের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গণহত্যায় প্রাণ হারানো পরিবার গুলির কয়েকজন সদস্যকে আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী করতে চলেছেন তাঁরা। সিপিএম মেহনতি মানুষের কথা বললেও আসলে তারা মুসলিম মৌলবাদকে আড়াল করার জন্য পূর্ববঙ্গীয় হিন্দুদের গণহত্যাকে শ্রেণী সংগ্রাম বলে চালাতে চেয়েছে । কিন্তু যেহেতু মরিচঝাঁপির মানুষগুলো খুব অসহায় এবং দণ্ডকারণ্য থেকে ফিরে উদ্বাস্তুরা বাংলায় আশ্রয় নিলে তাদের বাংলাদেশে বুর্জোয়াদের বিরুদ্ধে শ্রেণী সংগ্রামের মেকি তত্ত্বের হাটে হাঁড়ি ভেঙে যাবে তাই ওই অসহায় মানুষদের নৃশংস ভাবে খুন করা হয়েছে । কিন্তু মরিচঝাঁপি নিয়ে রাজনীতি করার পেটেন্ট একমাত্র বিজেপি নিয়ে রাখেনি । মরিচঝাঁপির ঘটনা যখন ঘটেছে তখন বিজেপির জন্মও হয়নি । তাই হিন্দুমহাসভা রাজনৈতিক দলই হলো প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী মানুষগুলোর জন্য প্রকৃত বিকল্প রাজনৈতিক প্রতিষ্ঠান । মরিচঝাঁপি গণহত্যা স্মৃতিরক্ষা কমিটির আহ্বানে বারাসাতের নেতাজী সুভাষ ইনস্টিটিউশন হলে গণসম্মেলনে প্রধান অতিথি হওয়া সত্বেও চন্দ্রচূড় বাবুকে দেখে রাজ্য বিজেপি নেতৃত্বের মঞ্চ ছেড়ে উঠে আসা এবং দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা ও ঝামেলা প্রমাণ করলো আগামী লোকসভা নির্বাচনে হিন্দুত্বের প্রশ্নে বাংলায় বিজেপিকে কড়া টক্কর দিতে চলেছে অখিলভারত হিন্দুমহাসভা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন