অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সৃষ্টি শহর ইছাপুর'-এর অভিনব উদ্যোগ: ইছাপুরের গঙ্গার ধারে গাছের কপালে পড়ল ভাইফোঁটা!

 ভাইফোঁটার শুভ দিনে ‘গাছফোঁটা’! ইছাপুরের গঙ্গার ধারে গাছকে ফোঁটা দিয়ে প্রকৃতির দীর্ঘায়ু কামনা স্বেচ্ছাসেবী সংস্থার

নিজস্ব প্রতিনিধি, ইছাপুর:

ভাই-বোনের মধুর সম্পর্কের দিন ভাইফোঁটা। এই শুভ দিনে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলেন বোনেরা। কিন্তু এই চিরায়ত প্রথার পাশাপাশি, আজ ইছাপুরের গঙ্গার ধারে এক অন্যরকম মাধুর্যময় দৃশ্যের সৃষ্টি হলো। 'সৃষ্টি শহর ইছাপুর' নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা তাদের অভিনব উদ্যোগে গাছকে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করলেন।

ভাইফোঁটার মতোই একই আন্তরিকতায় সংস্থার বোনেরা চন্দন, কাজলের ফোঁটা এবং ধান-দূর্বা দিয়ে গাছকে বরণ করে নিলেন। উদ্দেশ্য একটাই— গাছকে প্রকৃতির ভাই হিসেবে সম্মান জানানো এবং পরিবেশের প্রতি মানুষের কর্তব্য স্মরণ করানো।


সংস্থার সদস্যেরা জানান, পৃথিবী জুড়ে প্রাকৃতিক



ভারসাম্য বজায় রাখতে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ কেবল পরিবেশের জন্যই জরুরি নয়, মানুষের জীবনধারণের জন্যও তা মহামূল্যবান। গাছ যতদিন থাকবে, সুস্থ থাকবে, ততদিনই মানবজাতির অস্তিত্ব সুরক্ষিত থাকবে। তাই ভাইফোঁটার দিনে যেমন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়, তেমনই গাছেরও দীর্ঘ জীবনের জন্য এই প্রার্থনা।

'সৃষ্টি শহর ইছাপুর' এই অভিনব প্রচেষ্টার মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটি জোরালো আবেদন রেখেছে— গাছপালা যেন বেশি করে রোপণ করা হয় এবং প্রকৃতিকে রক্ষা করতে গাছ কাটা বন্ধ করা হয়। পরিবেশের এই অমূল্য সম্পদকে রক্ষা করার মাধ্যমেই প্রকৃতির ভারসাম্য বজায় রাখা সম্ভব।

সংস্থার এই ব্যতিক্রমী ভাবনা উপস্থিত সকলের মনে গভীরভাবে দাগ কেটেছে। ভাইফোঁটার পবিত্র দিনে 'গাছফোঁটা'-র এই বার্তা নিঃসন্দেহে পরিবেশ সচেতনতার এক নতুন দিগন্ত উন্মোচন করল।

#dinkaalindia #TreePhota

#BhaiPhotaSpecial

#NatureBonds

#SaveTreesSaveLife

#IchapurInitiative

#SrishtiShohorIchapur

#EnvironmentalAwareness

#EcoFriendlyFestival

#GreenIchapur

#NGOActivity

#RakshaBandhanForNature

কোন মন্তব্য নেই: