অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

Latest Kolkata News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Latest Kolkata News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২ মার্চ, ২০২৫

বিবেকানগর রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচ্ছন্নতা কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান

বিবেকানগর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আজ এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঠের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে প্রতিদিন যাঁরা নিরলসভাবে পরিশ্রম করেন, তাঁদের এই মহৎ কাজকে স্বীকৃতি জানাতে মন্দির চত্বরে এক ব্যতিক্রমী আয়োজনে তাঁদের সম্মান জানানো হয়।

ভিডিও লিংক 

পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য

বিবেকানগর রামকৃষ্ণ মঠের পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন ভোর থেকে শুরু করে মন্দির চত্বর, আশ্রম, টয়লেট-বাথরুমসহ আশ্রমের প্রতিটি কোণ পরিষ্কার করেন। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই প্রতিষ্ঠান সবসময় পরিচ্ছন্ন ও পূজনীয় পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়। তাঁদের এই অবদানকে স্বীকৃতি জানিয়ে আজকের দিনে তাঁদের মন্দিরে বসিয়ে বিশেষ পূজার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত সন্ন্যাসী ও আশ্রমের দায়িত্বশীল ব্যক্তিরা পরিচ্ছন্নতা কর্মীদের ত্যাগ ও পরিশ্রমের কথা স্মরণ করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তাঁদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং তাঁদের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

সমাজের প্রতি বার্তা

এইআয়োজনের মাধ্যমে বিবেকানগর রামকৃষ্ণ মঠ সমাজের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে—পরিচ্ছন্নতা কর্মীরা আমাদের সমাজের অমূল্য অংশ এবং তাঁদের যথাযথ সম্মান প্রদান করা উচিত। তাঁদের কঠোর পরিশ্রম ও অবদান ছাড়া পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা সম্ভব নয়।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে সমাজের সকল স্তরের মানুষের প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শন নিশ্চিত করা যায়।

নতুন খবরের আপডেট 



বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

হটাৎ কেনো খেজুরী থানায় শুভেন্দু অধিকারী অফিসার ইনচার্জের সাথে দেখা করতে গেলেন?

হটাৎ কেনো খেজুরী থানায় শুভেন্দু অধিকারী অফিসার ইনচার্জের সাথে দেখা করতে গেলেন?



পার্থ ভৌমিকের সঙ্গে শাহজাহানের যোগ অভিযোগ অর্জুনের।শাহজাহান,শিবু,উত্তমের জমি নৈহাটিতে

পার্থ ভৌমিকের সঙ্গে শাহজাহানের  যোগ অভিযোগ অর্জুনের।শাহজাহান,শিবু,উত্তমের জমি নৈহাটিতে



#DINKAALINDIA #tamlukbjp ভোটের আগেই তমলুকে তৃণমূলে বড় ধাক্কা!

 #DINKAALINDIA #tamlukbjp ভোটের আগেই তমলুকে তৃণমূলে বড় ধাক্কা



#sandeshkhali আরও বেকায়দায় শেখ শাহজাহান! সন্দেশখালির বিভিন্ন জায়গায় শেখ শাহাজাহান ঘনিষ্ঠদের বাড়ি এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে সিবিআই ও কেন্দ্রীয় বাহিনী

 #sandeshkhali আরও বেকায়দায় শেখ শাহজাহান! সন্দেশখালির বিভিন্ন জায়গায় শেখ শাহাজাহান ঘনিষ্ঠদের বাড়ি এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে সিবিআই ও কেন্দ্রীয় বাহিনী।



মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

Dinkaal India:শ্যাম স্টিল টিএমটি বারের অভিনব উদ্যোগ, সাধুবাদ জানালেন এলাকাবাসীরা

 দক্ষিণ দিনাজপুর: শ্যাম স্টিল টিমটি বার দক্ষিণ দিনাজপুর জেলার এই সংস্থার উদ্যোগে গঙ্গারামপুর শহরের প্রাণকেন্দ্র হাইরোডে ফুটবল ক্লাবের মাঠে গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ২০০ জন দুস্থ বাচ্চাদের হাতে স্কুল ব্যাগ, জলের বোতল, খাতা কলম ও দুপুরের খাবার তুলে দেওয়া হল।



 উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার প্রচুর মানুষজন। জানা গিয়েছে, শ্যাম স্টিল টিএমটি বারের উদ্যোগে সারা বছরই তারা নানান সামাজিক কর্মকান্ডে জড়িত থাকেন। এমত অবস্থায় মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর ফুটবল ক্লাবের মাঠে এই কর্মসূচি হল। দক্ষিণ দিনাজপুর জেলা শ্যাম স্টিল টিএমটি বারের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌতম সরকার, সম্রাট রায়, সৌগত দে, অর্জুন মহন্ত।



 পাশাপাশি বাচ্চাদের সাথে শ্যাম স্টিল টিএমটি বারের এই কর্মসূচি এবং বাচ্চাদের হাতে তুলে দেওয়া সামগ্রীর ফলে তাদের মনে এক আলাদা অক্সিজেন জোগাবে বলে মনে করছেন শ্যাম স্টিল টিএমটি বারের উপস্থিত সদস্যরা। তাঁদের এই অভিনব উদ্যোগকে  সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুর শহরের বাসিন্দারা।


সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

Dinkaal india:চকদায় রাতের অন্ধকারে চাষীদের ফলন্ত জমি দখল রাজ্য সরকারের/ প্রতিবাদী চাষীদের পাশে বিজেপি

Nadia:চাকদহ বিধানসভার অন্তর্গত রাণী নগরে রাতের অন্ধকারে চাষীদের  প্রায়  ২০০০ বিঘা ফলন্ত জমি রাতের অন্ধকারে চাষীদের বিনা অনুমতি নিয়ে রাজ্য সরকার দখল করার চেষ্টা করে, আজ তারই প্রতিবাদে চাষীদের নিয়ে আন্দোলনে সরব বিজেপি সংসদ জগন্নাথ সরকার