দক্ষিণ দিনাজপুর: শ্যাম স্টিল টিমটি বার দক্ষিণ দিনাজপুর জেলার এই সংস্থার উদ্যোগে গঙ্গারামপুর শহরের প্রাণকেন্দ্র হাইরোডে ফুটবল ক্লাবের মাঠে গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ২০০ জন দুস্থ বাচ্চাদের হাতে স্কুল ব্যাগ, জলের বোতল, খাতা কলম ও দুপুরের খাবার তুলে দেওয়া হল।
উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার প্রচুর মানুষজন। জানা গিয়েছে, শ্যাম স্টিল টিএমটি বারের উদ্যোগে সারা বছরই তারা নানান সামাজিক কর্মকান্ডে জড়িত থাকেন। এমত অবস্থায় মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর ফুটবল ক্লাবের মাঠে এই কর্মসূচি হল। দক্ষিণ দিনাজপুর জেলা শ্যাম স্টিল টিএমটি বারের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌতম সরকার, সম্রাট রায়, সৌগত দে, অর্জুন মহন্ত।
পাশাপাশি বাচ্চাদের সাথে শ্যাম স্টিল টিএমটি বারের এই কর্মসূচি এবং বাচ্চাদের হাতে তুলে দেওয়া সামগ্রীর ফলে তাদের মনে এক আলাদা অক্সিজেন জোগাবে বলে মনে করছেন শ্যাম স্টিল টিএমটি বারের উপস্থিত সদস্যরা। তাঁদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুর শহরের বাসিন্দারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন