অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

Dinkaal India: বিশেষভাবে সক্ষমদের বিনামূল্যে সরকারি স্টাইপেন্ড এবং শংসাপত্র সহ কম্পিউটার প্রশিক্ষণ করিয়ে পেশা প্রবেশে সহযোগিতার হাত বাড়ালো অ্যাডউইংস কনসালটেন্সি এন্ড সলিউশনস প্রাইভেট লিমিটেড

 বিশেষভাবে সক্ষমদের  বিনামূল্যে সরকারি স্টাইপেন্ড এবং শংসাপত্র সহ কম্পিউটার প্রশিক্ষণ করিয়ে পেশা প্রবেশে সহযোগিতার হাত বাড়ালো অ্যাডউইংস কনসালটেন্সি এন্ড সলিউশনস প্রাইভেট লিমিটেড 



বিশেষভাবে সক্ষমদের জীবিকা ও চাকরির সহযোগিতায় হাত বাড়িয়ে দিল অ্যাডউইংস কনসালটেন্সি এন্ড সলিউশনস প্রাইভেট লিমিটেড।  ২০১০ সাল থেকে ভারতের  ঝাড়খন্ড রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় স্বনির্ভরতার লক্ষ্যে কখনো মহিলা কখনো তপশিলি জাতি উপজাতিদের জন্য ধারাবাহিকভাবে বিনামূল্যে সরকারি আর্থিক সহায়তায় কম্পিউটার, টেলারিং, স্বাস্থ্য কিংবা পর্যটন সংক্রান্ত বিভিন্ন কোর্সে ট্রেনিং করানো হয়ে থাকে। 



নদীয়ার শান্তিপুর এক নম্বর রাম গোপাল সেন স্ট্রীট ঢাকা পাড়ায় এবার শুরু হতে চলেছে বিশেষভাবে সক্ষমদের নিয়ে বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং কোর্সের।  ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী অস্থি এবং  মূক  ও বধির সংক্রান্ত   নূন্যতম চল্লিশ শতাংশ সরকারি প্রতিবন্ধকতা শংসাপত্র থাকা ব্যক্তিদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংক ডিটেইলস - এর জেরক্স এবং পাসপোর্ট সাইজের দুই কপি ফটো সংগ্রহের কাজ। 



অ্যাডউইংস কনসালটেন্সি এন্ড সলিউশনস পাইভেট লিমিটেড - এর পক্ষ থেকে, জানানো হয়েছে ট্রাই সাইকেল  হুইল চেয়ার রাখার  উপযুক্ত জায়গা সহ পানীয় জল এবং শৌচাগারের সুবিধা সম্বলিত তাদের অফিসেই প্রথম ধাপের ট্রেনিং শুরু হতে চলেছে ।  সরকারি গাইডলাইন অনুযায়ী তারা পাবেন স্টাইপেন্ড এবং শংসাপত্র।  সাধারণ দের জন্য তিনবার চাকরির সহযোগিতা করা হলেও বিশেষভাবে সক্ষমদের জন্য বাড়ানো হবে সহযোগিতার সংখ্যাও।  এ ক্ষেত্রে কম্পিউটার ট্রেনিং কোর্সে ভর্তি হওয়া সকল  ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা ভিত্তিক তাদের সুবিধা অনুযায়ী  ক্লাসের সপ্তাহের দিন এবং সময় নির্ধারণ করা হবে।



সংস্থার কর্মকর্তারা জানান,  প্রায়শই লক্ষ্য করা যায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থায় বিশেষভাবে সক্ষম দের নিয়োগের সংরক্ষণ থাকা সত্ত্বেও পড়াশোনা করেও  শুধুমাত্র কম্পিউটার না জানার কারণে তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেন না।  তাই তাদেরকে চাকরির উপযোগী করে তুলে সমাজের মূল স্রোতে নিয়ে আসাই তাদের লক্ষ্য। তবে সমাজের সকল স্তরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতা প্রার্থনা চেয়েছেন তারা । 



অন্যদিকে বিশেষভাবে সক্ষমদের পক্ষ থেকেও এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে

কোন মন্তব্য নেই: