জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: বর্তমান সময়ে শিশু ও যুবসমাজ মোবাইলের প্রতি আসক্ত। আর তাদের এই মোবাইলের আসক্তি থেকে মুক্ত করতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে ফুটবল কোচিং ক্যাম্প শুরু করল প্রিমিয়ার ইন্ডিয়ান ফিউচার স্টিক অ্যাকাডেমি। মূলত, বর্তমানে প্রায় ৩০জন কচিকাঁচাদের নিয়ে ফুটবল কোচিং শুরু হয়।উল্লেখ্য, বর্তমান সময় শিশু ও যুবসমাজ মোবাইলের প্রতি আসক্ত। আর যে কারণে শিশু ও যুব সমাজের মানসিক বিকাশ ঘটার রাস্তায় বাধা হয়ে দাড়াচ্ছে এই মোবাইলে প্রতি আসক্তি। তাই তাদের কথা মাথায় রেখে শারীরিক চর্চা ও ফুটবল কোচিংয়ের মধ্য দিয়ে সেই মোবাইলে আসক্তি থেকে মুক্ত দিতেই এই প্রয়াস প্রিমিয়ার ইন্ডিয়ান ফিউচার স্টিক ফুটবল অ্যাকাডেমির। এই বিষয়ে প্রিমিয়ার ইন্ডিয়ান ফিউচার স্টিক ফুটবল একাডেমীর কর্মকর্তা সুবীর বল বলেন,' বর্তমান সময় একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু ও যুব সমাজের এই মোবাইলের প্রতি আসক্তি, টিসি তারা শারীরিক চর্চা থেকে দূরে সরে যাচ্ছে এবং যার ফলে মানসিক বিকাশ ঘটতে দেরি হচ্ছে। তাই তাদের শারীরিক চর্চা মুখি করতে এই ফুটবল চর্চার আয়োজন।' এই বিষয়ে এক অভিভাবক অজিত দাস জানান, 'বাচ্চারা বর্তমানে হাতে মোবাইল পেয়ে তার প্রতি আসক্ত হচ্ছে যার ফলে খেলা থেকে দুরে সরে যাচ্ছে। শারীরিক চর্চার কথা মাথায় রেখে গঙ্গারামপুর স্টেডিয়ামে ফুটবল কোচিং ক্যাম্প শুরু হওয়ায় আমরা খুশি।' দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের স্টেডিয়ামে ফুটবল কোচিং ক্যাম্পের শুরু হওয়ায় ও এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুর সহ জেলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন