অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

দক্ষিণ দিনাজপুরে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পদযাত্রা করলেন শিক্ষক সমাজ

 #rgkarprotest #rgkarhospital দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে রবিবার তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পদযাত্রা করলেন শিক্ষক সমাজ । এদিন হরিরামপুর ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পথে নামলেন । এদিন এই শিক্ষকদের পদযাত্রা সারা হরিরামপুর পরিক্রমা করে পরিশেষে হরিরামপুর চৌপথি এসে শেষ হয় । সেখানে প্রতিটি শিক্ষক ও শিক্ষিকা ত্রিলোত্তমার ন্যায় বিচারের দাবি জানিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন । এদিনের এই পদযাত্রাকে ঘিরে কোন রকমের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হরিরামপুর চৌপথি তে মোতায়েন করা হয়



পুরো ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন 


কোন মন্তব্য নেই: