অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

Dinkaal india:রানাঘাট মহকুমা হাসপাতালে সুবর্ণ জয়ন্তী উদযাপন হলো শুক্রবার। ১৯৭৪ সালের ৭ই ফেব্রুয়ারি এই মহকুমা হাসপাতালের পথচলা শুরু হয়।

Nadia: রানাঘাট মহকুমা হাসপাতালে সুবর্ণ জয়ন্তী উদযাপন হলো শুক্রবার। ১৯৭৪ সালের ৭ই ফেব্রুয়ারি এই মহকুমা হাসপাতালের পথচলা শুরু হয়। 



তৎকালীন বিধায়ক নরেশ চন্দ্র চাকীর একান্ত প্রয়াসে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের পৃষ্ঠপোষকতায় রানাঘাট মহাকুমা হাসপাতাল গঠন হয়। এদিন এই হাসপাতালের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে হাসপাতালের কর্মী ডাক্তার ও বিশিষ্ট জনের উপস্থিতিতে হয় পদযাত্রা। আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির ও রোগীদের মধ্যে ফল বিতরণ। উপস্থিত ছিলেন নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা :জ্যোতিষ চন্দ্র দাস। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার

 পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, জেলার স্বাস্থ্য অধিকারী ডা:রঞ্জিত কুমার দাস, কল্যানী জহরলাল মেমোরিয়াল হাসপাতালের ডেপুটি সুপার চিকিৎসক অতিন্দ্র মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ রানাঘাট মহকুমা হাসপাতালে সুপার ডাক্তার প্রহ্লাদ অধিকারী সহ বিশিষ্ট জনেরা।

কোন মন্তব্য নেই: