যত লোকসভা ভোট এগিয়ে আসছে উত্তপ্ত হয়ে উঠছে বাংলা! ফের নদীয়ার থানারপুরে রাজনৈতিক কর্মী খুন
লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । বাড়ি থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে নদীয়ার থানারপুর থানার মুক্তারপুর এলাকার। মৃত ব্যাক্তি তৃণমূল কর্মীর নাম শাকিব মন্ডল, বয়স আনুমানিক ৩৬ বছর। ঘটনার জেরে আতঙ্কিত গোটা এলাকা। জানা যায় শাকিব মন্ডল করিমপুর বিধানসভার মুক্তারপুর এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। দীর্ঘ এক আগে ওই এলাকারই কিছু তৃণমূল কর্মীর সঙ্গে তার ঝামেলা হয়। এরপর মৃত শাকিব মন্ডল পরিবার থানারপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করেছিল পুলিশ। অভিযোগ গতকাল রাতে হঠাৎ বেশ কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার দেহ। স্থানীয়রা বিষয়টি দেখতে পেলে তার পরিবারকে খবর দেয়। করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে থানারপাড়া থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। পুলিশ এবং স্থানীয়দের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরে হয়তো এই খুন হয়ে থাকতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন