অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

Dinkaalindia:দীর্ঘ প্রতীক্ষার অবসান,অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার বানগরে গড়ে উঠতে চলেছে পর্যটন কেন্দ্র,খুশি গঙ্গারামপুর সহ জেলাবাসী

 গঙ্গারামপুর: দীর্ঘ প্রতীক্ষার অবসান,অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার বানগরে গড়ে উঠতে চলেছে পর্যটন কেন্দ্র। ইতিমধ্যে (ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ) আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া)-র পক্ষ থেকে প্রায় ২কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়েছে বানগরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য।এমন খবরে খুশি গঙ্গারামপুর সহ জেলাবাসী।যদিও লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকারের এমন ঘোষণাকে তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক চমক বলেই কটাক্ষ করা হয়েছে। এদিকে বাণগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ভারতীয় প্রত্নতত্ব বিভাগের প্রায় তিন কোটি টাকা অনুমোদনে আশার আলো দেখছেন জেলার ইতিহাসবিদ,ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।

প্রসঙ্গত জেলার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের বানগর।জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বানগরে খনন কার্য চালিয়ে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার।যদিও আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বহুবছর আগে খননকার্য চালানো হয় বানগরে। তবে বর্তমানে সংস্কার ও সঠিক রক্ষনাবেক্ষনের অভাবে নষ্ট হচ্ছে বানগর।জায়গা দখল করে চলছে চাষবাস।এমতো অবস্থায় বানগরে পুনরায় খনন ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি ওঠে জেলাজুড়ে।অবশেষে লোকসভা নির্বাচনের প্রাকমুহূর্তে বানগরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিলো ভারত সরকার। বরাদ্ধ করা হলো প্রায় ৩কোটি টাকা। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটি রাজনৈতিক চমক বলে কটাক্ষ করা হয়েছে।


কোন মন্তব্য নেই: