কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলেন আইনজীবী কৌস্তভ বাগচী, বিজেপি রাজ্য দপ্তর অফিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের হাত থেকে তুলেনেন দলীয় পতাকা
সব খবরের আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
Kaustav Bagchi,Congress :কংগ্রেস ছেড়ে নতুন দলে যোগদান আইনজীবী কৌস্তভ বাগচীর
Kaustav Bagchi,Congress :কংগ্রেস ছেড়ে নতুন দলে যোগদান আইনজীবী কৌস্তভ বাগচীর
শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
Dinkaal india: গঙ্গারামপুর শহরে বিয়ের ২৪ দিনের মাথায় উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ।
দক্ষিণ দিনাজপুর: বিয়ের ২৪ দিনের মাথায় উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ।
ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়।ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।জানা গেছে মৃত যুবকের নাম পার্থ সুত্রধর (২৯)।বাড়ি ওই এলাকাতেই।
পেশায় ছিলেন কাঠমিস্ত্রি।স্থানীয় ও পরিবার সূত্রে খবর চলতি বছরের ৩১শে জানুয়ারি গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর এলাকায় বিয়ে হয় ওই যুবকের।পরিবারের লোকেদের দাবি বিয়ের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক।এরই মাঝে গত কয়েক দিন আগে বাপের বাড়িতে ঘুরতে যান গৃহবধূ।এবং বাড়িতে একাই ছিলেন যুবক।প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায় যুবক।শনিবার ঘুম থেকে উঠতে দেরি হলে ডাকাডাকি শুরু করেন পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরেও দরজা না খুলে সন্দেহ হয় পরিবারের।এরপরেই দরজা ভেঙে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।ঘটনার খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়।পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই যুবককে।এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারসহ এলাকা জুড়ে। এ বিষয়ে মৃতের এক প্রতিবেশী জানান।
Dinkaal india:রানাঘাট মহকুমা আদালত খেল উৎসব 2024 অনুষ্টিত হলো রানাঘাট হ্যাপি ক্লাব ময়দানে
Ranaghat:রানাঘাট মহকুমা আদালত খেল উৎসব 2024 অনুষ্টিত হলো রানাঘাট হ্যাপি ক্লাব ময়দানে
এই দিনটি প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হয়। এই খেলা কে কেন্দ্র করে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়ার জেলা জজ শুভঙ্কর সেন মহাশয় তিনি এক ওভার ক্রিকেট ও খেলেন। অতীতে তিনি যে ভালো খেলতেন তার ব্যাট চালানো দেখেই উপস্থিত দর্শকরা বুঝতে পারেন। এই খেলায় উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা আদালতের এডিজে সৌমেন গুপ্ত, জে এম থার্ড কোর্ট বিচারক মহম্মদ নূর জামান খান সহ অন্যান্য বিচারক সহ আইনজীবী,ও ল ক্লার্ক বৃন্দরা। এই খেলায় কোর্ট একাদশ জয় লাভ করে ক্রিকেট। ফুটবলে জয়ী হন লক্লার্ক ।
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
#sandeshkhalinews সন্দেশখালি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানালেন সুকান্ত মজুমদার
#sandeshkhalinews সন্দেশখালি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানালেন সুকান্ত মজুমদার পুরো ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
Dinkaal India:শ্যাম স্টিল টিএমটি বারের অভিনব উদ্যোগ, সাধুবাদ জানালেন এলাকাবাসীরা
দক্ষিণ দিনাজপুর: শ্যাম স্টিল টিমটি বার দক্ষিণ দিনাজপুর জেলার এই সংস্থার উদ্যোগে গঙ্গারামপুর শহরের প্রাণকেন্দ্র হাইরোডে ফুটবল ক্লাবের মাঠে গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ২০০ জন দুস্থ বাচ্চাদের হাতে স্কুল ব্যাগ, জলের বোতল, খাতা কলম ও দুপুরের খাবার তুলে দেওয়া হল।
উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার প্রচুর মানুষজন। জানা গিয়েছে, শ্যাম স্টিল টিএমটি বারের উদ্যোগে সারা বছরই তারা নানান সামাজিক কর্মকান্ডে জড়িত থাকেন। এমত অবস্থায় মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর ফুটবল ক্লাবের মাঠে এই কর্মসূচি হল। দক্ষিণ দিনাজপুর জেলা শ্যাম স্টিল টিএমটি বারের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌতম সরকার, সম্রাট রায়, সৌগত দে, অর্জুন মহন্ত।
পাশাপাশি বাচ্চাদের সাথে শ্যাম স্টিল টিএমটি বারের এই কর্মসূচি এবং বাচ্চাদের হাতে তুলে দেওয়া সামগ্রীর ফলে তাদের মনে এক আলাদা অক্সিজেন জোগাবে বলে মনে করছেন শ্যাম স্টিল টিএমটি বারের উপস্থিত সদস্যরা। তাঁদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুর শহরের বাসিন্দারা।
রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
Dinkaal india:সন্দেশখালি মহিলাদের অত্যাচার অভিযুক্তদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে বিজেপির বিক্ষোভ
সন্দেশখালি মহিলাদের ওপর অত্যাচার বন্ধ সহ অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি র দাবি নিয়ে শোভাবাজার সেন্ট্রাল এভিনিউ মোড়ে বিক্ষোভ উত্তর কোলকাতা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে সুরজ সিংয়ের নেতৃত্বে।
শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
Dinkaal india:রানাঘাট মহকুমা হাসপাতালে সুবর্ণ জয়ন্তী উদযাপন হলো শুক্রবার। ১৯৭৪ সালের ৭ই ফেব্রুয়ারি এই মহকুমা হাসপাতালের পথচলা শুরু হয়।
Nadia: রানাঘাট মহকুমা হাসপাতালে সুবর্ণ জয়ন্তী উদযাপন হলো শুক্রবার। ১৯৭৪ সালের ৭ই ফেব্রুয়ারি এই মহকুমা হাসপাতালের পথচলা শুরু হয়।
তৎকালীন বিধায়ক নরেশ চন্দ্র চাকীর একান্ত প্রয়াসে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের পৃষ্ঠপোষকতায় রানাঘাট মহাকুমা হাসপাতাল গঠন হয়। এদিন এই হাসপাতালের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে হাসপাতালের কর্মী ডাক্তার ও বিশিষ্ট জনের উপস্থিতিতে হয় পদযাত্রা। আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির ও রোগীদের মধ্যে ফল বিতরণ। উপস্থিত ছিলেন নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা :জ্যোতিষ চন্দ্র দাস। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার
পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, জেলার স্বাস্থ্য অধিকারী ডা:রঞ্জিত কুমার দাস, কল্যানী জহরলাল মেমোরিয়াল হাসপাতালের ডেপুটি সুপার চিকিৎসক অতিন্দ্র মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ রানাঘাট মহকুমা হাসপাতালে সুপার ডাক্তার প্রহ্লাদ অধিকারী সহ বিশিষ্ট জনেরা।
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
সন্দেশখালীর ভয়াবহ কান্ড এবং শেখ শাহজাহান, শিবু হাজরার মতো আসামি যারা নারীদের উপরে অত্যাচার, সম্মানহানি করেছে তারই প্রতিবাদে রানাঘাট এডিসানাল এসপির অফিস ঘেরাও কর্মসূচি জেলা বিজিপির
সন্দেশখালীর ভয়াবহ কান্ড এবং শেখ শাহজাহান, শিবু হাজরার মতো আসামি যারা নারীদের উপরে অত্যাচার, সম্মানহানি করেছে তারই প্রতিবাদে রানাঘাট এডিসানাল এসপির অফিস ঘেরাও কর্মসূচি
বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
DinkaalIndia: সন্দেশখালি যাবেন/পথ আটকালে চরম হুশিয়ারি শুভেন্দু অধিকারীর
Kolkata: সন্দেশখালি যাবেন/পথ আটকালে চরম হুশিয়ারি শুভেন্দু অধিকারীর
সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
Dinkaal india:চকদায় রাতের অন্ধকারে চাষীদের ফলন্ত জমি দখল রাজ্য সরকারের/ প্রতিবাদী চাষীদের পাশে বিজেপি
Nadia:চাকদহ বিধানসভার অন্তর্গত রাণী নগরে রাতের অন্ধকারে চাষীদের প্রায় ২০০০ বিঘা ফলন্ত জমি রাতের অন্ধকারে চাষীদের বিনা অনুমতি নিয়ে রাজ্য সরকার দখল করার চেষ্টা করে, আজ তারই প্রতিবাদে চাষীদের নিয়ে আন্দোলনে সরব বিজেপি সংসদ জগন্নাথ সরকার
রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
Dinkaal india: বাগবাজারের হাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড
Kolkata :বাগবাজারের হাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
Dinkaal India : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির, তদন্তে পুলিশ
জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। পাওনাদারদের চাপে আত্মঘাতী বলে অনুমান পরিবারের।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার চান্দাহার এলাকায়।
পুলিশ জানিয়েছে মৃত ব্যাক্তির নাম অশোক দে (৩৮) বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত কাদিঘাট এলাকায়, তার একটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে পাশাপাশি তিনি এলআইসির এজেন্ট ও ব্যক্তিগত সমিতির কাজ করতেন। এইদিন মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি এলাকা সহ ঐ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
Dinkaal India: বিশেষভাবে সক্ষমদের বিনামূল্যে সরকারি স্টাইপেন্ড এবং শংসাপত্র সহ কম্পিউটার প্রশিক্ষণ করিয়ে পেশা প্রবেশে সহযোগিতার হাত বাড়ালো অ্যাডউইংস কনসালটেন্সি এন্ড সলিউশনস প্রাইভেট লিমিটেড
বিশেষভাবে সক্ষমদের বিনামূল্যে সরকারি স্টাইপেন্ড এবং শংসাপত্র সহ কম্পিউটার প্রশিক্ষণ করিয়ে পেশা প্রবেশে সহযোগিতার হাত বাড়ালো অ্যাডউইংস কনসালটেন্সি এন্ড সলিউশনস প্রাইভেট লিমিটেড
বিশেষভাবে সক্ষমদের জীবিকা ও চাকরির সহযোগিতায় হাত বাড়িয়ে দিল অ্যাডউইংস কনসালটেন্সি এন্ড সলিউশনস প্রাইভেট লিমিটেড। ২০১০ সাল থেকে ভারতের ঝাড়খন্ড রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় স্বনির্ভরতার লক্ষ্যে কখনো মহিলা কখনো তপশিলি জাতি উপজাতিদের জন্য ধারাবাহিকভাবে বিনামূল্যে সরকারি আর্থিক সহায়তায় কম্পিউটার, টেলারিং, স্বাস্থ্য কিংবা পর্যটন সংক্রান্ত বিভিন্ন কোর্সে ট্রেনিং করানো হয়ে থাকে।
নদীয়ার শান্তিপুর এক নম্বর রাম গোপাল সেন স্ট্রীট ঢাকা পাড়ায় এবার শুরু হতে চলেছে বিশেষভাবে সক্ষমদের নিয়ে বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং কোর্সের। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী অস্থি এবং মূক ও বধির সংক্রান্ত নূন্যতম চল্লিশ শতাংশ সরকারি প্রতিবন্ধকতা শংসাপত্র থাকা ব্যক্তিদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংক ডিটেইলস - এর জেরক্স এবং পাসপোর্ট সাইজের দুই কপি ফটো সংগ্রহের কাজ।
অ্যাডউইংস কনসালটেন্সি এন্ড সলিউশনস পাইভেট লিমিটেড - এর পক্ষ থেকে, জানানো হয়েছে ট্রাই সাইকেল হুইল চেয়ার রাখার উপযুক্ত জায়গা সহ পানীয় জল এবং শৌচাগারের সুবিধা সম্বলিত তাদের অফিসেই প্রথম ধাপের ট্রেনিং শুরু হতে চলেছে । সরকারি গাইডলাইন অনুযায়ী তারা পাবেন স্টাইপেন্ড এবং শংসাপত্র। সাধারণ দের জন্য তিনবার চাকরির সহযোগিতা করা হলেও বিশেষভাবে সক্ষমদের জন্য বাড়ানো হবে সহযোগিতার সংখ্যাও। এ ক্ষেত্রে কম্পিউটার ট্রেনিং কোর্সে ভর্তি হওয়া সকল ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা ভিত্তিক তাদের সুবিধা অনুযায়ী ক্লাসের সপ্তাহের দিন এবং সময় নির্ধারণ করা হবে।
সংস্থার কর্মকর্তারা জানান, প্রায়শই লক্ষ্য করা যায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থায় বিশেষভাবে সক্ষম দের নিয়োগের সংরক্ষণ থাকা সত্ত্বেও পড়াশোনা করেও শুধুমাত্র কম্পিউটার না জানার কারণে তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেন না। তাই তাদেরকে চাকরির উপযোগী করে তুলে সমাজের মূল স্রোতে নিয়ে আসাই তাদের লক্ষ্য। তবে সমাজের সকল স্তরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতা প্রার্থনা চেয়েছেন তারা ।
অন্যদিকে বিশেষভাবে সক্ষমদের পক্ষ থেকেও এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
শিশু ও যুব সমাজকে মোবাইলের আসক্তি থেকে মুক্ত করতে গঙ্গারামপুরে শুরু হল ফুটবল কোচিং ক্যাম্প
জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: বর্তমান সময়ে শিশু ও যুবসমাজ মোবাইলের প্রতি আসক্ত। আর তাদের এই মোবাইলের আসক্তি থেকে মুক্ত করতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে ফুটবল কোচিং ক্যাম্প শুরু করল প্রিমিয়ার ইন্ডিয়ান ফিউচার স্টিক অ্যাকাডেমি। মূলত, বর্তমানে প্রায় ৩০জন কচিকাঁচাদের নিয়ে ফুটবল কোচিং শুরু হয়।উল্লেখ্য, বর্তমান সময় শিশু ও যুবসমাজ মোবাইলের প্রতি আসক্ত। আর যে কারণে শিশু ও যুব সমাজের মানসিক বিকাশ ঘটার রাস্তায় বাধা হয়ে দাড়াচ্ছে এই মোবাইলে প্রতি আসক্তি। তাই তাদের কথা মাথায় রেখে শারীরিক চর্চা ও ফুটবল কোচিংয়ের মধ্য দিয়ে সেই মোবাইলে আসক্তি থেকে মুক্ত দিতেই এই প্রয়াস প্রিমিয়ার ইন্ডিয়ান ফিউচার স্টিক ফুটবল অ্যাকাডেমির। এই বিষয়ে প্রিমিয়ার ইন্ডিয়ান ফিউচার স্টিক ফুটবল একাডেমীর কর্মকর্তা সুবীর বল বলেন,' বর্তমান সময় একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু ও যুব সমাজের এই মোবাইলের প্রতি আসক্তি, টিসি তারা শারীরিক চর্চা থেকে দূরে সরে যাচ্ছে এবং যার ফলে মানসিক বিকাশ ঘটতে দেরি হচ্ছে। তাই তাদের শারীরিক চর্চা মুখি করতে এই ফুটবল চর্চার আয়োজন।' এই বিষয়ে এক অভিভাবক অজিত দাস জানান, 'বাচ্চারা বর্তমানে হাতে মোবাইল পেয়ে তার প্রতি আসক্ত হচ্ছে যার ফলে খেলা থেকে দুরে সরে যাচ্ছে। শারীরিক চর্চার কথা মাথায় রেখে গঙ্গারামপুর স্টেডিয়ামে ফুটবল কোচিং ক্যাম্প শুরু হওয়ায় আমরা খুশি।' দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের স্টেডিয়ামে ফুটবল কোচিং ক্যাম্পের শুরু হওয়ায় ও এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুর সহ জেলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।
সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
Dinkaal India:রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভায় ভারত সরকারের সহযোগিতায় এক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান
আজ রানাঘাট দক্ষিণ ও রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভায় ভারত সরকারের সহযোগিতায় এক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করার জন্য চিকিৎসক দ্বারা তাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা করা হলো
রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
Dinkaal india:শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে বিষপান করে আত্মঘাতী এক ব্যক্তি
জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে বিষপান করে আত্মঘাতী হল এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত কুপাদহ আমতলী ঘাটে। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম গৌড় চাঁদ দাস(৬০), বাড়ি কুপাদহের আমতলী ঘাটে। পেশায় তিনি একজন মৎস্যজীবী। পরিবার সূত্রে জানা গিয়েছে
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এই মতো অবস্থায় চলতি মাসের এক তারিখে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিষপান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। এরপর বাড়ির লোকের নজরে বিষয়টি আসতেই তাকে তড়িঘড়ি উদ্ধার করে মালদা জেলার নালাগোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তার অবস্থার অবনতি ঘটলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে। এরপর সেখানেই চিকিৎসারত অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয় তার। রবিবার সকালে গঙ্গারামপুর থানা পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য দেহ বালুরঘাট জেলা হাসপাতালে মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। পরিবার সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে তিনি আত্মহনের পথ বেছে নেন। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
Dinkaal India:প্রয়াত মন্ত্রী সংসদ আনন্দ মোহনের প্রয়াণ দিবস পালন করলো আনন্দমোহন বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি
রাজনীতির রং না দেখে এই দিন নানা অনুষ্ঠান করা হলো। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। প্রদীপ প্রজ্বলন করেন রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। তার প্রতি মাল্য দান করা হয়। মাল্য দান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বর্গীয় আনন্দ মোহন বিশ্বাসের পুত্র রাজ্য সভার সংসদ আবির রঞ্জন বিশ্বাস।শ্রদ্ধা নিবেদন ও মাল্য দান করেন রানাঘাট পৌরসভার পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর সহ বিশিষ্টজন। দুপুরে রুগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন আবির রঞ্জন বিশ্বাস সহ রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার সহ অনেকে।Ranaghat: আজ প্রয়াত প্রাক্তন মন্ত্রী ও সংসদ তৃণমূল কংগ্রেসের আনন্দ মোহন বিশ্বাসের প্রয়াণ দিবসের দিন। আনন্দমোহন বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি এই দিনটি পালন করলো।
Dinkaal india: কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে ২৮০ জন কর্মী ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন।*
Nadia:আজ নদীয়া কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্য লিটন বিশ্বাসের নেতৃত্বে ২৮০ জন কর্মীকে নিয়ে
বিজেপি সংসদ জগন্নাথ সরকারের কাছ থেকে বজেপির পতাকা নিয়ে ভারতীয় জনতা পার্টিতে
যুক্ত হলেন।
Dinkaal india:কলকাতা ডার্বিতে NRC CAA নিয়ে বার্তা দিতে চলেছে হিন্দুমহাসভা
Kolkata:কলকাতা ডার্বিতে NRC CAA নিয়ে বার্তা দিতে চলেছে হিন্দুমহাসভা
খেলার মাঠে রাজনীতি কখনোই কাম্য নয়। অখিলভারত হিন্দুমহাসভা বরাবর বলে এসেছে এবং বিশ্বাস করেছে খেলার মাঠ, শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক জগৎ হওয়া উচিৎ রাজনীতি নিরপেক্ষ । কিন্তু তাদের বক্তব্য এর অর্থ তো এটা নয় যে NRC ও CAA নিয়ে রাষ্ট্রশক্তি মানুষদের অস্তিত্ব নিয়ে খেলা করবে কিন্তু ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হয়েও হিন্দুমহাসভা চুপ করে থাকবে ।
আসন্ন লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করে এই বার্তাই দেবে হিন্দু মহাসভা । কিন্তু আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে গুরুত্বপূর্ন ডার্বি ম্যাচে উপস্থিত থাকতে চলেছে প্রায় শতাধিক অখিলভারত হিন্দুমহাসভা কর্মী সমর্থকরা । রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর কথায় হিন্দুমহাসভার সহযোদ্ধারা বিগত এক মাস ধরে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের সমর্থকদের সাথে আলোচনা করে NRC ও CAA নিয়ে উভয় পক্ষের সমর্থকদেরই সচেতন করেছেন । আজ যুবভারতী ক্রীড়াঙ্গনেও হিন্দুমহাসভার কর্মীরা বিপুল সংখ্যায় টিকিট কেটে আসছেন এবং ব্যানার, পোস্টার ও জনসংযোগের মাধ্যমে আসন্ন CAA ও NRC প্রয়োগ করে দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার ব্যাপারে সতর্ক করতে চলেছেন ।
হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর স্পষ্ট বক্তব্য দেশ ভাগের বলী হওয়া হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধদের যদি NRC এর লাইনে দাড়াতে হয় তাহলে সেটা রাষ্ট্রের লজ্জা । CAA প্রয়োগের ক্ষেত্রে তাঁর স্পষ্ট বক্তব্য যে মুসলমান ও খ্রিস্টান ভাইরা বসুধৈব কুটম্বকম বিশ্বাস করেন, যারা বংশ পরম্পরায় এই দেশেই আছেন এবং দেশকে মায়ের মত ভালোবাসেন তাদের সাথে সাথে হিন্দুমহাসভার কোনো সংঘাত নেই । তাদের তারা বুকে আলগে রাখবেন । কিন্তু যারা এখনও বাংলাদেশী এবং নানারকম দুষ্কর্মের সাথে যুক্ত, শুধুমাত্র ভারতে বেআইনি ভাবে সংখ্যাবৃদ্ধি করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে চায় তাদের স্থান ভারতে নেই । সবচেয়ে বড় কথা এই সমস্ত সন্ত্রাসবাদী ও অনুপ্রবেশকারীদের দুনম্বরি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কারা করে দিল ? এই সমস্ত কেন্দ্রীয় সরকারের কর্মী ও আধিকারিকরা তাদের কৃতকর্মের জন্য দেশদ্রোহিতার অপরাধে শাস্তি পাবেনা কেন ? চন্দ্রচূড় বাবু আরো বলেন মতুয়া সহ সমস্ত সনাতনী জাতীয়তাবাদী মানুষদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে । সেই সাথে যতদিন না রাষ্ট্রের নাগরিকত্ব পঞ্জিকরণ প্রক্রিয়া ত্রুটিহীন ভাবে সম্পূর্ন হচ্ছে ততদিন পর্যন্ত নির্বাচন প্রক্রিয়াটাই অবৈধ তাই নির্বাচন পিছিয়ে দেওয়া উচিৎ কারণ মতুয়াদের এবং আরো কিছু প্রান্তিক সনাতনী মানুষদের যদি নাগরিকত্ব না থেকে থাকে তাহলে তাদের ভোটে বিজয়ী জনপ্রতিনিধিদেরও সাংসদ বা বিধায়ক পদ বাতিল হওয়া উচিৎ । যুবভারতী ক্রীড়াঙ্গনে হিন্দুমহাসভার জনসচেতন কর্মসূচী যে আজ ডার্বির উত্তাপকে আরো বাড়াবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ।*
শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
Srinagar House Boat Tour Packages/Kashmir tour plan /Kashmir Tour Package/হাউস বোট ভ্ৰমণ প্যাকেজ
Srinagar House Boat Tour Packages/Kashmir tour plan /Kashmir Tour Package/হাউস বোট ভ্ৰমণ প্যাকেজ


















